সম্প্রতি ক্লিনটন ফাউন্ডেশন স্বীকার করেছে, কাতার ও সৌদি আরব থেকেও প্রতিষ্ঠানটি অার্থিক অনুদান পাচ্ছে। কাতার থেকে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহযোগিতা পাওয়ার কথাটিও স্বীকার করে নিয়েছে সংস্থাটি।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছিলেন, কাতারের প্রভাবশালীরা আর্থিক সাহযোগিতা করছে বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ক্লিনটন ফাউন্ডেশনকে। যদিও উইকিলিকসে এই তথ্য ফাঁস হওয়ার আগে ক্লিনটন ফাউন্ডেশন কাতার ও সৌদি আরব থেকে আর্থিক অনুদান পাওয়ার কথাটি অস্বীকার করে আসছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার