মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ দুইটা দিন পেনসিলভেনিয়া, মিশিগান, মিনেসোটাসহ ডেমোক্রেট অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাবেন। এই অঙ্গরাজ্যগুলোতে ১৯৭২ সালের পর থেকে কোনো রিপাবলিকান প্রার্থী জয়ী হতে পারেনি। এখন তিনি এসব এলাকাগুলোতেই বেশি প্রচারণা শুরুর ঘোষণা দিয়েছেন।
যে অঙ্গরাজ্যগুলোকে ডেমোক্রেট ঘাঁটি বলে ডাকা হচ্ছে, সেগুলোতে আমরাও যাচ্ছি। কারণ ঐতিহ্যগতভাবে এগুলো পুরোপুরি রিপাবলিকান এলাকা না। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে এই কথা বলেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/এ মজুমদার