যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের একটি প্রচারণা সভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। এরপর হঠাৎ হামলার আশঙ্কায় বক্তৃতা থামিয়ে স্টেজ থেকে নেমে পড়েন ট্রাম্প। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্পের ওই সভায় কোনো এক ‘দুষ্টুবুদ্ধি’র লোক হুট করে ‘বন্দুক’ বলে চেঁচিয়ে ওঠেন। এতেই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে স্টেজ ছেড়ে পালান ট্রাম্প!
এ বিষয়ে সিক্রেট সার্ভিস এক বিবৃতি দিয়ে জানায়, ট্রাম্প যখন স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনে থাকা এক ব্যক্তি বন্দুক বলে চেঁচামেচি শুরু করেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাকেট পরা এক ব্যক্তিকে আটক করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ওই ব্যক্তিকে বাথরুমে নিয়ে তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছু পাওয়া যায়নি। পরে স্টেজে ফিরে আসেন ট্রাম্প। এরপর নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের লোকেরা ভাল কাজ করলেও লোকে তাদের কাজ দেখতে পায় না। তাদের কাজ আড়ালেই থেকে যায়।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-১৪