দক্ষিণ কোরিয়ার দাজিয়ান এলাকায় পর্যটকবাহী একটি বাস উল্টে যায়। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত এবং আহতরা একটি পর্বতারোহণ ক্লাবের সদস্য। স্থানীয় সময় রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে খুয়েনসি প্রদেশ থেকে সাংসা প্রদেশের দিকে যাচ্ছিলো। এ সময় বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫