জাপানের কাছ থেকে অত্যাধুনিক উভচর বিমান ইউএস-২ কেনার কথা চলছে ভারতের। প্রতিরক্ষাকে আরও মজবুত করতেই জাপানের সঙ্গে এই বিমান কেনার চুক্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কী রয়েছে এই বিমানে, যা কেনার জন্য আগ্রহী হয়ে উঠেছে ভারত? আসুন দেখে নিই এই বিমানের স্পেশালিটি।
এটি পানি-মাটিতে খুব অল্প জায়গা থেকে টেক অফ করতে পারে, আবার অল্প জায়গাতেই ল্যান্ড করতে পারে।
মূলত সমুদ্রে এবং স্থলভাগে উদ্ধারকাজ ও খোঁজ চালাতে এই বিমান খুব কার্যকরী।
আকাশে এর গতিবেগ ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। সমুদ্রে এর গতিবেগ ঘণ্টায় ৪৮০ কিলোমিটার।
৩২ ফুটের এই উভচর বিমান প্রায় ৪৮ হাজার কেজি ওজন নিয়ে টেক অফ করার ক্ষমতা রাখে।
একেকটি বিমানের দাম ১০ হাজার ৭২০ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন