ভারতের সঙ্গে পরমাণু চুক্তি করতে যাচ্ছে জাপান। এই প্রথম সার্বিক পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই না করা কোনো দেশের সঙ্গে চুক্তি করবে টোকিও। জাপানের সংবাদপত্র ইয়েমৌরি শিমবুন উদ্ধৃত করে খবর সাউথ চায়না মর্নিং পোস্টের (এস সি এম পি)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মতো দুই শহরে পরমাণু বোমা ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই থেকে কোনো দেশের সঙ্গে পরমাণু চুক্তি করা নিয়ে বেশ কড়া অবস্থান রয়েছে টোকিওর। এনপিটি–তে স্বাক্ষর না করা কোনো দেশের সঙ্গে পরমাণু চুক্তি করার কথা ভাবতেও পারেনি জাপান। তবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর টোকিও–র সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সূত্র ধরেই ভারতকে এই সুবিধা দিতে চলেছে জাপান।
তবে এসসিএপি–র মতে এই চুক্তি করলে হিরোশিমা এবং নাগাসাকি থেকে সমালোচনার মুখে পড়তে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৃহস্পতিবার তিন দিনের সফরে জাপান রওনা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরেই পরমাণু চুক্তি হতে পারে বলে জানিয়েছে এসসিএমপি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ