ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে 'রাজধানী' রাক্বা দখলে নিতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব বাহিনী। রাক্কা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আইন ইসায় এক সংবাদ সম্মেলনে অভিযানের ঘোষণা দেওয়া হয়।
বিদ্রোহী যোদ্ধাদের এই গ্রুপটির নাম 'সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ)। দলটিকে বিমান হামলা চালাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। শহরের উত্তরের এলাকাগুলোতে কুর্দি এবং জাতিগত আরব মিলিশিয়ারা এরইমধ্যে সুসংগঠিত হতে শুরু করেছে।
ওয়াশিটনে এক কর্মকর্তা অভিযান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে রাক্কাকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা চলবে। তারপর শহরটি মুক্ত করার অভিযান চালানো হবে।
এসডিএফ'র এক মুখপাত্র এএফপি’কে বলেন, আইএস তাদের ঘাঁটির সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে। তারা ভালো করেই জানে রাক্কা হারালে সিরিয়ায় তারা শেষ হয়ে যাবে। তাই সর্বোচ্চ প্রতিরোধের চেষ্টা করবে।
২০১৫ সালে ইসলামিক স্টেট এই রাক্কা শহরটি দখল করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ