তিমির ৮০ কেজি বমি পেয়ে বেজায় খুশি ওমানের খালিদ আল সিনানি ও তার দুই সঙ্গী। যেন তারা আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছেন।
২০ বছর ধরে ওমানের সমুদ্রে ভেসে বেড়ানোর ফল তারা পেয়েছেন অক্টোবর মাসের ২০ তারিখে। ওই বমির মধ্যেই লুকিয়ে রয়েছে সাত রাজার ধন। কারণ ভাসমান তিমির বমি অতি বিরল বস্তু। যা কালেভদ্রে নিরক্ষীয় এলাকায় গভীর সমুদ্রে পাওয়া যায়।
মোমের মতো এই তরল তিমির শুক্রানুর সঙ্গে মিশে অন্ত্রের মধ্য দিয়ে নিঃসৃত হয়। তরল অবস্থায় এর থেকে বিকট গন্ধ বের হয়। কিন্তু শুকিয়ে গেলেই এর সুগন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। সুগন্ধীর বাজারে এই কারণেই মহামূল্যবান তিমির বমি।
২০ অক্টোবর দুই বন্ধুকে নিয়ে ওমানের কুরায়ত এলাকায় মাছ ধরতে যান খালিদ। তখনই বিকট গন্ধ নাকে আসে। পানিতে ভাসমান ঘন তরল দেখে চিনতে ভুল হয়নি দক্ষ জেলের। সঙ্গে সঙ্গে তা তুলে নিয়ে আসেন। দু’দিন পর থেকেই দুর্গন্ধ যখন সুগন্ধে রূপান্তরিত হয়, তখন আর খুশির ঠিকানা ছিল না তিন বন্ধুর। তিমির ৮০ কেজি বমি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ওই তিন বন্ধু। বাজারে ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।
বিডি প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯