ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় দু’টি নগরীতে রবিবার কয়েকটি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে। কর্মকর্তা এ খবর জানান।
এক বোমা হামলাকারী তিকরিতের দক্ষিণাঞ্চলের প্রবেশপথে একটি বিস্ফোরক ভর্তি যানবাহনের বিস্ফোরণ ঘটায়। অপর এক বোমা হামলাকারী সামারায় একটি অ্যাম্বুলেন্সের বিস্ফোরণ ঘটায়।
তাৎক্ষণিকভাবে এ হামলার জন্য দায় স্বীকার করেনি। তবে আইএস ইরাকে প্রায়ই এ ধরণের আত্মঘাতি বোমা হামলা চালিয়ে থাকে।
ইরাকি বাহিনী এ মুহূর্তে ইরাকে আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি মসুল পুনর্দখলের জন্য লড়াই করছে।
গত ১৭ অক্টোবর মসুল অভিযান শুরু হওয়ার পর থেকে আইএস ইরাকি বাহিনীর মনোযোগে বিঘ্ন ঘটাতে বেশকিছু হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯