প্রচুর শরণার্থীকে জায়গা দিয়ে জার্মানিতে নন্দিত এবং নিন্দিত হয়েছেন দেশটির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মের্কেল। জার্মানির শরণার্থীবিরোধীরা এবার তাদের প্রতিবাদকে বাস্তবতায় রূপ দিল। সম্প্রতি ১৬০ শরণার্থীকে জায়গা দেয় সরকার। সেই শরণার্থীদের সঙ্গে বিভেদের দেয়াল তৈরি করছে স্থানীয় জার্মানরা। উদ্দেশ্য, শরণার্থীরা যেন খুব সহজেই তাদের সঙ্গে মিশতে না পারে।
জার্মানিকে পূর্ব ও পশ্চিমে ভাগ করতে দেয়াল তৈরি করা হয়েছিল। শরণার্থীদের ঠেকাতে সেই দেয়ালের চেয়ে উঁচু করে এটি (১২ ফুট) নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শরণার্থীরা এসে পরিবেশ নষ্ট করলে তাদের সম্পত্তির দাম কমে যাবে! জার্মানির মিউনিখ শহরে দেয়ালটি নির্মাণ করা হচ্ছে। দেয়ালটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৫