মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? হিলারি ক্লিনটন? নাকি ডোনাল্ড ট্রাম্প? জনমত জরীপের ফলাফলও আশ্বস্ত করতে পারছে না। এরই মধ্যে এক বানর ভবিষ্যত্বাদ্বাণী করলেন ডোনাল্ড ট্রাম্পই বিজয়ী হতে যাচ্ছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
পাঁচ বছরের গেডার সামনে দুটি কাট আউট রাখা হয়। গেডা ট্রাম্পকেই সেরার শিরোপা দিয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের গালে চুমুও খেয়েছে চীনা বানরটি।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০২