সম্প্রতি রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী তিমু ইভানভের স্ত্রী শ্বেতলানা জাকারোভার নগ্ন ছবি দেখে ভীষণ রেগেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা যায়, কিছু দিন আগে সমুদ্রতটে নগ্ন হয়ে ছবি তুলেছিলেন রাশিয়ার উপ-প্রতিরক্ষার স্ত্রী শ্বেতলানা জাকারোভা। পরে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে সেই ছবি পোস্ট করেছিলেন।
সাবেক মডেল শ্বেতলানা রাশিয়ার নামী ‘সোশ্যালাইট’-দের একজন। রুশ ভিআইপিদের পার্টিতেও প্রায় তাকে দেখা যায়। বিনোদন জগত থেকে শুরু করে রাশিয়ার নেতা-মন্ত্রীদের সমাবেশ পর্যন্ত শ্বেতলানা খুবই পরিচিত মুখ। যদিও রাশিয়ান মডেলরা সমুদ্রতটে নগ্ন হয়ে ছবি তোলার ঘটনায় চমকে যাওয়া কিছু নেই। বলা চলে এটা সে দেশের মডেলদের একটা নতুন ট্রেন্ডও। তবে শ্বেতলানার সমস্যাটি হলো তিনি দেশটির একজন মন্ত্রীর স্ত্রী! দেশের সর্বোচ্চ ক্ষমতাধরদের একজনের স্ত্রীর এমন আচরণে পুতিন দারুণ ক্ষুব্ধ বলেই জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।
যদিও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী। তবে খবর সূত্রে জানা যায়, শ্বেতলানাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।
এই ঘটনার পর অনেকে প্রশ্নও তুলছেন, যখন দেশের সৈনিকরা সিরিয়া এবং ইউক্রেনে যুদ্ধ করছেন, তখন কী করে উপ-প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী নিজের নগ্ন ছবি এভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে!
বিডি প্রতিদিন/এ মজুমদার