ইউরোপ ও আফ্রিকার সাতটি দেশে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট এবং ডেটাবেস হ্যাক করে গোপন নথি অনলাইনে ফাঁস করেছে হ্যাকাররা। সম্প্রতি Kapustkiy ও Kasimierz L নামে দুই হ্যাকার টুইটারে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, মালাউয়ি, মালি, ইতালি, সুইত্জারল্যান্ড এবং রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের যাবতীয় সরকারি ওয়েবসাইট তারা হ্যাক করেছে।
তাদের দাবি, ভারতীয় দূতাবাসের ওয়েব ডেটার নিরাপত্তা বলয় তারা ভেদ করতে সক্ষম হয়েছে। অনলাইনে ফাঁস করা নথির মধ্যে রয়েছে দূতাবাস কর্মীদের নাম, লগ ইন বিষয়ক তথ্যাবলী, ই-মেল আইডি, ফোন নম্বর ও পাসপোর্ট নম্বর। এই সব তথ্য pastebin.com ওয়েবসাইটে ফাঁস করা হয়েছে বলে তারা জানিয়েছে। তবে ওই ওয়েবসাইট থেকেও ফাঁস করা তথ্য সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/16