উইকিলিকসের ই-মেইল সার্ভার হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। উইকিলিকস টুইট করে জানায়, আমাদের ই-মেইল সার্ভার ডিওএস আক্রমণের শিকার হয়েছে।
তবে উইকিলিকসের ই-মেইল সার্ভার হ্যাকিংয়ের ফলে তাদের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায়নি। সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ ই-মেইল ফাঁসের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোড়ন সৃষ্টি করে ইউকিলিকস। তাছাড়া বিভিন্ন রাষ্ট্রের জনবিরোধী অনেক গোপন তথ্য ফাঁস করেও বারবার ব্যাপক আলোচনায় আসেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19