ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি আক্রমনে ক্রমশ উত্তেজনা বাড়ছে। দুই দেশই তাদের সামরিক শক্তি বাড়াতে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এবার ভারতের ঘরে যোগ হচ্ছে আরও ১০০টি ফাইটার জেট, হেলিকপ্টার ও ৪৬৪ ট্যাংক। খবর কলকাতা ২৪ ৭ নিউজের।
খবরে বলা হয়, প্রতিরক্ষা সংক্রান্ত একগুচ্ছ প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ঘরের মাটিতে ১০০টি ফাইটার জেট, হেলিকপ্টার ও ৪০০টি ট্যাংক তৈরির প্রজেক্টে অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮২,০০০ কোটির প্রজেক্ট।
সোমবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই সিদ্ধান্ত নেয়। এসময় উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। এই কাউন্সিলে মোট ৮২টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK1A কেনার সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। এটি সবথেকে ছোট, একটি মাল্টরোল সুপারসনিক ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনী ও নৌ বাহিনীর জন্য এই হেলিকপ্টার তৈরি করছে Development Agency (ADA) ও Hindustan Aeronautics Limited (HAL).
পাশাপাশি ১৫টি লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই দিন। ৪৬৪টি T-90 ট্যাংক কেনার ক্ষেত্রেও শিলমোহর দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর জন্য আসবে পিনাকা মালঈরোল রকেট লঞ্চার।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০২