চলে গেলেন ভারতের জাতীর জনক মহাত্মা গান্ধীর নাতি কানু রামদাস গান্ধী। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। অবশেষে সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
এই প্রাক্তন নাসা বিজ্ঞানী শেষ জীবন কাটিয়েছেন স্ত্রী শিবলক্ষ্মীর সঙ্গেই। ১৯৩০ সালে ঐতিহাসিক ডান্ডি লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর লাঠির শেষ প্রান্ত ধরে সামনে এগিয়ে চলছিল এক শিশু। সেই ছবি এখনও সমান ভাবেই জনপ্রিয়। সেই শিশুই ছিলেন কানু গান্ধী। হাসপাতাল সূত্রের খবর, গত ২২ অক্টোবর একটি হার্ট অ্যাটাক হয়েছিল তার। ফলে ব্রেন হ্যামারেজও হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পরেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০৫