নতুন অ্যালবাম ‘জোয়ান’–এর প্রচার করতে জাপানে গেছেন লেডি গাগা। তার আগে খামে মুড়ে নিজের ভোট জমা করে গেলেন তিনি। এবং টুইটারে জানিয়ে দিলেন, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টনকেই ভোট দিয়েছেন তিনি।
ট্রাম্পের উদ্দেশে গাগা লিখেছেন, ‘তুমি ভয় আর ঘৃণা উসকে দেশের মানুষদের মধ্যে বিভেদ তৈরি করেছ। আমি এই দেশের প্রত্যেককে ভালবাসি। তাই আমি হিলারিকেই ভোট দিলাম’।
নিজের ভক্তদেরও আবেদন করে গাগা লিখেছেন, ‘হিলারিকে ভোট দিয়ে এই ভয়ঙ্কর লোকটাকে আটকাও। নয়তো ইনি আমাদের দেশে বিভেদ তৈরি করবেন। গণতন্ত্রের ক্ষতি হবে।’
ট্রাম্পের পাশাপাশি তার স্ত্রী মেলানিয়াকে নিয়েও মন্তব্য করেছেন গাগা। এর আগে মেলানিয়া জানিয়েছিলেন, ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকায় সোশ্যাল সাইটে হেনস্থা বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ব্যাপারটি নিয়ে গাগা কটাক্ষ করে বলেন, 'মেলানিয়ার স্বামীই তো সোশ্যাল সাইটে লোকজনকে হেনস্থা করেন। তাই তার এই নিয়ে কথা বলা সাজে না।'
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১২