ফের ভারতের মাটিতে একাধিক হামলা করার ছক আঁকছে জঙ্গি গোষ্ঠী লস্কর। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে নদী পথে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর কথা ভাবছে লস্কর প্রধান হাফিজ সৈয়দ। খবর কলকাতা ২৪x৭ নিউজের।
গোপন সূত্রে জানা গেছে, জম্মু-কাশ্মীরের একাধিক নদী এই অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হবে। এই সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে ভারতে একটা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছে লস্কর প্রধান। জানা গেছে, কমপক্ষে আট থেকে নয় জন জঙ্গিকে নিযুক্ত করা হয়েছে এই অপারেশনের জন্য। এর পিছনে পাক সেনাবাহিনীর মদত রয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে।
এদিকে সূত্রের এই খবরকে সত্যি ধরে নিয়েই সাবধানতা অবলম্বন করা শুরু করে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সীমান্ত সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা। শুধুমাত্র নদী উপকূল নয়, সীমান্তের জঙ্গলগুলিতেও চালানো হচ্ছে নজরদারি।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৩