জঙ্গিদের নিয়ে কাশ্মীরে পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দিলেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদ।
পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপাশে সম্মিলিত হওয়া জঙ্গিদের শেষ করতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। কিন্তু তার পরেও জঙ্গিদের ভারতে ঢোকাতে ইসলামাবাদের প্রয়াস থেমে থাকেনি। বরং এর পর জম্মু-কাশ্মীরে ভারত-পাক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসলামাবাদ। শীত পুরোপুরি ভাবে চলে আসার আগে যত বেশি সংখ্যায় জঙ্গিদের কাশ্মীরের মাটিতে পৌঁছে দেওয়া যায়, সে জন্য পাক সেনা অন্তহীন প্রয়াস চালাচ্ছে।
গোয়েন্দাদের খবর, কাশ্মীরের ভিতরে যেমন জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে, তেমনি নিয়ন্ত্রণরেখার ও-পাশে লঞ্চপ্যাডে অপেক্ষায় রয়েছে অন্তত তিন শ' জঙ্গি। এই পরিস্থিতিতেই এসেছে হাফিজ সাইদের হুমকি। যাকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে দাঁড়িয়ে রবিবার একটি সভায় সাইদ মন্তব্য করেন, 'মোদী যা করার করেছেন। এ বার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা মুজাহিদিনদের।' জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতার হুমকি, 'ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, দুনিয়া তাতে গুরুত্ব দেয়নি। কিন্তু মুজাহিদিনরা যা ঘটাতে চলেছে, মানুষ অনেকদিন তা মনে রাখবে।'
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন