ইরাকের মসুল শহরের ৩০ কিলোমিটারে দক্ষিণে একটি বিদ্যালয়ের ভেতর গণকবর পাওয়া গেছে। ১০০ ব্যক্তিকে শিরশ্ছেদ করার পর তাদের একসঙ্গে সমাহিত করা হয়। সোমবার ইরাকের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সোমবার মসুলের হাম্মাম আল-আলিল শহরটি আইএসের দখলমুক্ত করে ইরাকি সেনাবাহিনী। এরপর তারা ওই স্কুলটিতে এ গণকবর খুঁজে পায়। ইরাকি সেনাবাহিনীর যুগ্ম সামরিক কমান্ডার ওই গণকবর খুঁজে পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে এক বিবৃতিতে বলেন, আইএস আমাদের বেসামরিক জনগণের সঙ্গে বর্বর আচরণ চালিয়েই যাচ্ছে।
এ হতাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে বিশেষ একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা