প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্যকার ব্যবধান খুবই কম। তাই কে জিতবেন তা এখনই বলা বেশ মুশকিল। তবে এরইমধ্যে ওঠে এল নতুন তথ্য সেটা হল ওহাইও অঙ্গরাজ্যে যে প্রার্থী জিতবেন তারই নাকি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। জনএফ কেনেডি ছাড়া গত ৫৬ বছরে যিনি এ রাজ্যে জিতেছেন তিনিই মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন।
কোনো কোনো বিশ্লেষকের মতে ওহাইওতে শেষ পর্যন্ত হিলারি-ই জিতবেন। এই রাজ্যে শ্বেতাঙ্গ ভোটার বেশি এবং হিস্পানিক ভোটার অন্যান্য রাজ্যের তুলনায় কম। কিন্তু এখানকার মানুষের বৈশিষ্ট্য হলো যিনি আমেরিকার প্রেসিডেন্ট হন তাকেই তারা ভোট দেন। আগে তারা দেখেন ভোটের হাওয়া কার দিকে।
অর্থাৎ এ রাজ্যের ভোটররা নিজেদের পছন্দের চেয়ে অন্য রাজ্যের জনমতকেই বেশি গুরুত্ব দেন। ভোট দেয়ার আগে তারা কান পেতে শোনেন কে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন, জয়ের পাল্লা কার ভারি। আর এই পাল্লা দেখেই তারা বেছে নেন বিজয়ী প্রার্থী। এ কারণেই বলা হয়- ওহাইওতে জেতেন যিনি, তিনিই হন আমেরিকার প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা