নিউ হাম্পশায়ারের ডিক্সভিল নচে ৪ ভোট পেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। অপরদিকে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২ ভোট।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের প্রায় সবাই তখন ঘুমিয়ে পড়েছেন, ওই সময় নিউ হাম্পশায়ারের উত্তরাঞ্চলের ছোট দুটি গ্রামে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সোমবার স্থানীয় সময় রাত ১২টা বাজতেই ভোট দেওয়া শুরু করেছেন ডিক্সভিল নচ ও হার্টস লোকেশনের ভোটাররা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডিক্সভিল নচে ১৯৬০ সাল থেকে অার হার্টস লোকেশনে ১৯৪৮ সাল থেকে মধ্যরাতে প্রথম ভোটগ্রহণ শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৩