আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দেন নিউ হ্যাম্পশায়ারের তিনটি জনপদের মানুষ। ভোটার সংখ্যা সব মিলিয়ে ১০০-এর নিচে। এবারও সবার আগে ভোট দিয়েছেন তারা। গণনাও সম্পন্ন হয়ে গেছে। আর তাতে ৩২-২৫ ভোটে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তিনটি জনপদের একটিতে মোট আট ভোট পড়ে। এতে ৪-২ ভোটে জিতেন হিলারি। আরেকটি জনপদে ১৭–১৪ ভোটে জিতেছেন হিলারি। তবে হিলারির দুই জনপদের জয়কে ছাপিয়ে গেছেন ট্রাম্প। বাকি জনপদটিতে ১৬-৪ ভোটে জয় পেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা