আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ছোট তিন শহরে মধ্যরাতের ভোটে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির চেয়ে এগিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অথচ তিনটির মধ্যে দুটি শহরে এগিয়ে হিলারি। তবে তিন শহরের মোট ভোটে ট্রাম্পের থেকে তিনি ৭ ভোটে পিছিয়ে পড়েছেন। খবর ইউএসএ টুডের।
কানাডা সীমান্ত তিনটি শহর হলো ডিক্সভিলি নচ, হার্টস লোকেশন ও মিলসফিল্ড। যেখানে মোট ভোটারের সংখ্যা ১০০ জনেরও কম। এর মধ্যে ট্রাম্প ৩২, আর হিলারি পেয়েছেন ২৫ ভোট।
ডিক্সভিল নচে মোট ৮ ভোটারের মধ্যে হিলারি ৪টি এবং ট্রাম্প পেয়েছেন ২টি। হার্টস লোকেশনেও এগিয়ে ছিলেন হিলারি। এখানে ডেমোক্রেটিক প্রার্থী ১৭ ভোটের বিপরীতে রিপানলিকান প্রার্থীর ১৪ ভোট। কিন্তু মিলসফিল্ডে ভরাডুবি হয়েছে হিলারির। এখানে ট্রাম্পের ১৬ ভোটের বিপরীতে হিলারি পেয়েছেন মাত্র ৪ ভোট।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৬/মাহবুব