মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে হিলারি তার বাড়ির কাছাকাছি চাপ্পাকোয়ার একটি বুথে ভোট দেন।
হিলারি যখন ভোট দিতে যান, তখন লাইনে দাঁড়িয়ে থাকা উসুক সমর্থক ‘ম্যাডাম প্রেসিডেন্ট’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় হিলারি হাসতে হাসতে সমর্থকদের হাত নেড়ে অভিবাদন জানান।
এর আগে, স্থানীয় সময় সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৬/মাহবুব