মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে মিডটাউন ম্যানহাটনের একটি ভোটকেন্দ্রে ঝড় তুলেছেন দুই টপলেস নারী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তারা খোলা বক্ষে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্পকে প্রতিবাদ জানান।
নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হচ্ছে, ২০ বছর বয়সী দুই নারী সকাল ৮টা ১৫ মিনিটে পিএস-৫৯ পোলিং সাইটে প্রবেশ করে এবং জামা খুলে ট্রাম্পের জন্য একটি মেসেজ প্রকাশ করে।
তাদের একজনের বক্ষে লেখা ''ট্রাম্প, গ্রাব ইয়র বল।'' কালো কালি দিয়ে অন্যজনের বক্ষে লেখা ''হেট আউট অব মাই পোল।''
তবে, তারা বেশিক্ষণ অর্ধ নগ্ন থাকতে পারেননি। ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ এসে তাদের সরিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৬/মাহবুব