ইতিহাস গড়ার পথে ডেমোক্রাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন! যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে ৯৮.২ শতাংশ নিশ্চয়তা দিয়েছে বিশ্বের খ্যাতনামা অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট। যেখানে ট্রাম্পের সম্ভাবনা ১.৫ শতাংশ।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন ‘হাফপোস্ট প্রেসিডেন্সিয়াল ফোরকাস্ট মডেল’ এর নির্বাচনী হিসাব নিকাশে উঠে এসেছে বিষয়টি।
হাফিংটন পোস্টের এই হিসাব নিকাশে দেখা যাচ্ছে নির্বাচনে জয়ের কোনো আশাই নেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।
হাফিংটন পোস্ট আরও বলছে, নির্বাচনের সর্বশেষ ট্রেন্ডজ অনুযায়ী এবার হিলারির বিজয় খুবই স্বাভাবিক। তবে ট্রাম্পও উল্লেখযোগ্য ইলেক্টোরাল কলেজ ভোটের সমর্থন পাবেন বলে জানিয়েছে অনলাইন পোর্টালটি।
নির্বাচনের জয়ের ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে একজন প্রার্থীকে পেতে হবে ২৭০টি। হাফপোস্টের নির্বাচনী পূর্বাভাসে হিলারি পাচ্ছেন ৩২৩ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পাবেন ২১৫টি।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৬/মাহবুব