নিউইয়র্কের ম্যানহাটনে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। খবর নিউইয়র্ক টাইমসের।
খবরে বলা হয়, কালো কোর্ট এবং নীল টাই পরে স্ত্রী মেলানিয় এবং কন্যা ইভানকাকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যান ট্রাম্প। এসময় তাকে অনেকটা আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল রূপে দেখা গেছে।
এসময় নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টার তার কাছে অনুভূতির কথা জানতে চাইলে, একটু বাঁকা হাসি দিয়ে এক সেকেন্ড পর উত্তর দেন, 'অসাধারণ'।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-২২