মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলছে। পুরো বিশ্ব তাকিয়ে সেদিকে। যেখান থেকে আমেরিকানরা বেছে নেবেন তাদের ৪৫তম প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট বাছতে ৫০টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ব্যালটে ছাপ মারতে শুরু করেছেন সাধারণ ভোটদাতারা। তাদের রায় কী হবে, জানতে অপেক্ষায় থাকতে হবে কয়েক ঘণ্টা।
তবে আগেই এই নির্বাচনের ফল সম্পর্কে ধারণা পেতে সাইবেরিয়ার একটি চিড়িয়াখানায় একটি জরিপ চালানো হয়েছে। এখানে বাঘের ভবিষ্যত বাণীতে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট পদে জিতেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। আর ভাল্লুকের পছন্দ হয়েছে রিপাবলিকান পার্টির মনোনীত ডোনাল্ড ট্রাম্পকে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাইবেরিয়ার ওই চিড়িয়াখানায় দু’টি কুমড়ো পাশাপাশি রাখা হয়। যেগুলোর একটিতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং অন্যটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি আঁকা হয়।
এরপর বাঘটিতে আমন্ত্রণ জানানো হয়। তখন মেয়ে বাঘ ‘ইউনুনা’ হিলারির ছবি সংবলিত কুমড়োকেই বেছে নেয়।
আর মেরু অঞ্চলের ভাল্লুক ‘ফেলিক্স’কে আমন্ত্রণ জানানো হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নেয় সে।
এদিকে ভারতে ‘চানক্য’ মাছের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে ৩২ কোটি মানুষ। এর মধ্যে ভোটারযোগ্য ২২ কোটি। তার মধ্যে ভোটার সাড়ে ১৪ কোটি। তবে ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রে। কেননা, গতবার ভোটের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। আর প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬