আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টকে বাছতে ৫০টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ব্যালটে ছাপ মারতে শুরু করেছেন সাধারণ ভোটদাতারা।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের রায় কী হবে, জানতে অপেক্ষায় থাকতে হবে কয়েক ঘণ্টা।
তবে তার আগেই এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শোচনীয়ভাবে পরাজিত করার ঘোষণা দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
মঙ্গলবার নির্বাচন চলাকালে ডেমোক্রেটিক পার্টির এই নেতা বলেন, 'ট্রাম্পকে শোচনীয়ভাবে পরাজিত করবো।'
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮