নিউইয়র্কের ম্যানহাটনে ভোট দিয়ে বের হওয়ার পর এক ভোটারের উত্যক্তের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ভোটাধিকার প্রয়োগ করে বের হলে ট্রাম্পকে উদ্দেশ্য করে এক ভোটার বলেন, ‘ভোটে আপনি হারতে যাচ্ছেন’। তবে সে সময় পরিস্থিতি সামলে নেন ট্রাম্প।
এসময় ট্রাম্পের সঙ্গে ছিলেন স্ত্রী মেলেনিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা। ম্যানহাটনের ওই কেন্দ্রে ভোট দেওয়া শেষে অপেক্ষমাণ ভোটারদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন বলেন ওঠেন, ইউ’র গোয়িং টু লুস!
ওই ভোটার যখন এ মন্তব্য ছুঁড়ে দেন তখন সিক্রেট সার্ভিস সদস্যবেষ্টিত ছিলেন ট্রাম্প ও মেলেনিয়া। এ সময় ওই স্থানে অবস্থানকারী অনেক ভোটারকে ‘অট্ট হাসিতে’ মেতে উঠতে দেখা যায়।
এদিকে নিউইর্য়কে একটি বাস্কেটবল গ্রাউন্ডে নির্বাচন চলাকালে হঠাৎ দুই নারী নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যদিও বিষয়টি সেখানে দায়িত্বরত পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তারা।
খবরে বলা হয়, কালো কোর্ট এবং নীল টাই পরে স্ত্রী মেলানিয় এবং কন্যা ইভানকাকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যান ট্রাম্প। এসময় তাকে অনেকটা আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল রূপে দেখা গেছে।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে ৩২ কোটি মানুষ। এর মধ্যে ভোটারযোগ্য ২২ কোটি। তার মধ্যে ভোটার সাড়ে ১৪ কোটি। তবে ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রে। কেননা, গতবার ভোটের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। আর প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯