যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় শেষ মুহূর্তের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে এখন পর্যন্ত হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছে। কিন্তু হিলারি এগিয়ে থাকলেও জয়ের বিষয়ে সমান আত্মবিশ্বাসী ট্রাম্প শিবির। যে কারণে নিউইয়র্ক হিলটন মিডটাউনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে ট্রাম্প শিবির।
এরই অংশ হিসেবে ট্রাম্পের বুক পর্যন্ত ধরে একটি কেক তৈরি করা হয়েছে। ট্রাম্পের স্বভাবসুলভ রুক্ষ চরিত্রের বিষয়টিও কেকে ফুটিয়ে তোলা হয়েছে। জয় নিশ্চিতের পর ট্রাম্প শিবির ট্রাম্পের অবয়বে তৈরি করা কেকটি কেটে বিজয় উদযাপন করবে বলে জানা গেছে।
জানা গেছে কেকের বানানোর ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে ট্রাম্পের শরীরের বর্তমান অবয়বকে। যেখানে কেকের ট্রাম্পের চুলের রং করা হয়েছে সাদা। আর সাদা শার্ট ও কালো স্যুটের সঙ্গে টাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ট্রাম্পের পছন্দের লাল রং। স্যুটের বাম পাশের কোনায় আমেরিকার পতাকা শোভা পাচ্ছে।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৮