যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর এবার তার ছেলে এরিক ট্রাম্পও ভোটের ফল মেনে নিতে নাও পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 'প্রেসিডেন্ট নির্বাচন স্বচ্ছ এবং ন্যায্য মনে করলেই হার মানবেন বাবা (ট্রাম্প)।
নিউইয়র্কের ম্যানহাটনে একটি নির্বাচনী কেন্দ্রের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন এরিক ট্রাম্প।
এর আগে ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দেন, 'নির্বাচনে জয়ী হলে ভোটের ফল মেনে নেবেন তিনি। অন্যথায় মেনে নেবেন না।'
ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদসংস্থা দি ইনডিপেনডেন্ট জানায়, 'এই নির্বাচনে বড় ধরণের কারচুপি হচ্ছে বলে মনে করছে রিপাবলিকান শিবির। এরই মধ্যে নেভাদা অঙ্গরাজ্যে আগাম ভোটে কারচুপির অভিযোগ তুলেছে দলটি। এ ব্যাপারে গত সোমবার রাতে আদালতে অভিযোগ করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান এরিক ট্রাম্প।'
এরিক ট্রাম্প বলেন, ‘নির্বাচনে যে অবৈধভাবে ক্ষমতার প্রয়োগ করা হতে পারে এটা আগেই বলেছিলেন তিনি (ডোনাল্ড ট্রাম্প)। তার কথাটিই হুবহু ফলে যেতে দেখলাম নেভাদায়। ভেগাসে (লাস ভেগাস) ভোটের সময় পার হয়ে যাবার পরও নিজেদের ভোটারদের জন্য কেন্দ্র খোলা রাখা হয়েছে সেখানে। এটা একেবারেই অবৈধ।’
এর আগে গত রোববার নেভাদায় কারচুপির অভিযোগ তুলেছিলেন রিপাবলিকান পার্টির নেভাদা ক্যাম্পের প্রধান মাইকেল ম্যাকডোনাল্ড। তিনি এ ব্যাপারে আদালতেও অভিযোগ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২