আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টকে বাছতে ৫০টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ভোটগ্রহণ শেষ পর্যায়ে চলে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
৫৮তম নির্বাচনের রায় জানতে সবশেষ খবর অনুযায়ী দেশটির কেন্টাকিসহ ছয়টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেবল নির্বাচনের ফলাফল দেখার পালা।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ভোটারদের বিপুল সাড়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু স্থানে দীর্ঘ লাইনের খবরও উঠে আসে সংবাদমাধ্যমে।
এদিকে নিউইয়র্কের জাভিটস সেন্টার থেকে ভোটের ফলাফল তদারকি করবেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। অপর দিকে ট্রাম্প টাওয়ারে বসে ভোটের ফলাফল তদারকি করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩