যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নির্বাচনী কেন্দ্রের কাছে গুলিতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই গুলির ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকেলে ক্যালিফোর্নিয়ার আজুসার ওই ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে। এ ঘটনায় হত্যাকারীকে আটক করতে পারেনি পুলিশ। তাদের ধারণা, হত্যাকারীর আবাসস্থল ভোটকেন্দ্রের কাছেই। হত্যাকারী একজন নারী। তবে গোলাগুলি চলার সময় তার সঙ্গে একজন পুরুষও ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনিও এ হত্যাকাণ্ড ঘটানোর পেছনে ভূমিকা রেখেছেন।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম/ফারজানা-১৬