যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভোট না দেওয়ায় বেশ মনোকষ্ট পেয়েছেন নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার ভোট না দেওয়া চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। খবর সিএনএনের।
ট্রাম্পের এই রাজনৈতিক অগ্রজ মঙ্গলবার নিজ স্ত্রী লরা বুশসহ ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনের বাক্সে ভোট ফেলেছেন বলে খবর প্রকাশিত হয়। পরে বুশ অফিস থেকে পাঠানো বার্তায় বলা হয়, তারা দু'সপ্তাহ আগে ভোট দিলেও সেটা হিলারিকে দেননি।
তবে ঘটনাটি শোনার পর স্থানীয় এক রেডিওকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, ‘আই থিঙ্ক, ইটস স্যাড। আই থিঙ্ক, ইটস স্যাড, ইউ নো।' তবে তিনি এও বলেন, তার (জর্জ বুশ) এ সিদ্ধান্ত চূড়ান্ত ফলে তেমন কোনো প্রভাব ফেলবে না।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৬/মাহবুব