নির্বাচনী প্রচারণায় বিতর্কিত সব কথা বলে নিজ দেশ তো বটেই, বিশ্ব জুড়েই সমালোচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিনটনের মাঝেই নতুন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখেছিল বিশ্ব। কিন্তু ভোট গ্রহণের পর পিছিয়ে পড়েছেন হিলারি। ওহাইওর মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যেও ট্রাম্প জিতেছেন। বলা হয়, এ রাজ্যে জিতলেই নাকি হওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট।
কিছুক্ষণ আগে (বুধবার সকালে) প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসও জানিয়েছে, ট্রাম্পেরই প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। নিউ ইয়র্ক টাইমসের এ প্রতিবেদন বেশ গুরত্বের সঙ্গেই ছাপিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
প্রত্যাশার চেয়েও ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হিলারিকে হারিয়ে দিয়ে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৫৪ শতাংশ।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা