আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের জনগণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাকেই ভোট দেন যিনি প্রেসিডেন্ট হবেন। অর্থাৎ বাকি রাজ্যগুলো সবচেয়ে বেশি যে প্রার্থীকে ভোট দেন তাকেই ভোট দেন এ রাজ্যের জনগণ। জনএফ কেনেডি ছাড়া গত ৫৬ বছর ধরে সেই প্রার্থীই প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে গেছেন যিনি ওহাইওতে জিতেছেন।
এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট হিলারি ক্লিনটন। কিন্তু ওহাইওতে জিতেছেন ট্রাম্পই। ইলেক্টরাল ভোটেও হিলারির সঙ্গে তার ব্যবধান খুবই সামান্য। তাই অধিকাংশেরই ধারণা ট্রাম্পই হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা