মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভোটের রাত থেকে স্বাভাবিকভাবেই বেশ উদ্বেগে কেটেছে দুই প্রার্থীর। ভোটের রাত থেকে হিলারির সময় কেমন যাচ্ছে তা নিয়ে লিখেছে এবিসি নিউজ। তারা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হিলারি ক্লিনটন ম্যানহাটনের পেনিনসুলা হোটেলে উপস্থিত হন। সেখানেই বসেই তিনি দেখছেন ভোটের ফলাফল। তার সঙ্গে আছেন স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসিয়া, মেয়ের স্বামী মার্ক, নাতি-নাতনি চার্লট ও আইদান। তার সঙ্গে আরও আছেন জেনিফার পালমিয়েরি, হুমা আবেদী, নিক মেরিল, ফিলিপ রেইনস।
ফলাফল ঘোষণার আগে ডেমোক্র্যাট দলের এ প্রার্থী তার বক্তব্য তৈরি নিয়েও ব্যস্ত সময় পার করেন। ভোট গ্রহণের পর থেকে তিনি দুটি বক্তৃতা তৈরি শুরু করেন। একটা হারলে, অন্যটি জিতলে। ইলেক্টরাল ভোটে পিছিয়ে ছিলেন। শেষ পর্যন্ত তিনি হেরে গেছেন। তাই আপাতত একটি বক্তৃতাই তৈরি করায় অখণ্ড মনোযোগ দিয়েছেন হিলারি।
ফলাফল ঘোষণায় প্রথম থেকেই পিছিয়ে ছিলেন হিলারি। চূড়ান্ত হার নিশ্চিতের আগেই তার সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এ অপ্রিয় সত্যটা এখনো বিশ্বাস করতে পারছেন না তারা। নির্বাচনের ফল ঘোষণার পর, হিলারির নির্বাচনী শিবিরের পরিচালক জন পোডেস্টা সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন। এসময় হিলারি তার সঙ্গে ছিলেন না। সমর্থকদের বাড়ি ফিরে যেতেও অনুরোধ করেন জন পোডেস্টা।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা