তীরে এসেও তরী ডুবে গেছে হিলারি ক্লিনটনের। ডেমোক্র্যাট এ প্রার্থীই সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পরই সব হিসেব নিকেশ পাল্টে যেতে থাকে। বেশ বড় ব্যবধানে হিলারি তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেছেন।
চূড়ান্ত ফল ঘোষণার আগে টুইট করেন হিলারি। বুধবার সকালে তিনি টুইট করে সমর্থকদের ধন্যবাদ জানান। হিলারি টুইটারে লিখেছেন, এই টিমটির গর্বিত হওয়ার মতো অনেক কিছুই করেছে আমার জন্য। যাই ঘটুক, সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা