মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে জয় পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের এই নিম্নকক্ষে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে ভোটের প্রয়োজন ছিল ২১৮টি। যা ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন রিপাবলিকান পার্টি।
সর্বশেষ ফলাফল অনুযায়ী, ট্রাম্পের দলের দখলে ২২৯টি। অন্যদিকে, হিলারি ক্লিনটনের ডেমোক্রেটিক পার্টির জিতেছেন ১৭১টিতে।
তবে, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দখলে যাওয়া নতুন কিছু নয়। ২০১০ সাল থেকেই মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দখলেই ছিল।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৬/মাহবুব