ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের নারওয়াল এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন। এছাড়া এই অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা ৮০টি ঘর পুড়ে গেছে।
শনিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ