ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে পাকিস্তান। পাশাপাশি তার জবাব দিতে পদক্ষেপও গ্রহণ করেছে তারা। ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচার করতে করা হচ্ছে একটি কমিটি। সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্বে তৈরি হওয়া এই কমিটিতে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরাও।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব সারতাজ আজিজ সংসদে সরাসরি জানিয়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীর নিয়ে মিথ্যা প্রচার করছেন। আর তাই এবার পাকিস্তানও সেই প্রচারের বিরুদ্ধে নতুন করে প্রচার শুরু করবে।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা