পাকিস্তানের মোহাম্মদ রাইফেলস হেডকোয়ার্টার্সে আত্মঘাতী হামলার প্রস্তুতিকালে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) গুলিতে চার জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় বাহিনীটির দুই সদস্যও নিহত হন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো শনিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ডিজি আসিম বাজওয়া’র বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
আসিম বাজওয়া জানান, নিরাপত্তা বাহিনী চার আত্মঘাতী বোমারুকে হত্যা করে তাদের হামলাকে প্রতিহত করেছে। তবে এ ঘটনায় এফসি’র দুই সৈন্য নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭