৬০০ বার মারার চেষ্টা করা হয়েছিল কিউবার বিপ্লবী কিংবদন্তী ফিদেল ক্যাস্ত্রোকে। কিন্তু দূরদর্শীতা, বিচক্ষণতা ও ভাগ্যের জোরে বার বার বেঁচে গেছেন তিনি। শত্রুর মুখে চুনকালি দেয়া এ বিপ্লবী মহানায়ক এবার নিজের বার্ধক্যের কাছে হার মানলেন। ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ছবিতে ফিদেল ক্যাস্ত্রো-
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা