কিউবার স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে হাভানায় মারা যান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ফিদেল ক্যাস্ত্রো বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক স্মরণীয় মন্তব্য করেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে বলে, 'আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতাই লাভ করলাম।'
১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও কিউবা ছিল। সেই সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর সাক্ষাৎ হয়। সে সময় তিনি বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, 'আই হ্যাভ নট সিন দ্য হিমালয়েজ। বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পারসোনালিটি অ্যান্ড ইন কারেজ, দিস ম্যান ইজ দ্য হিমালয়েজ। আই হ্যাভ দাজ হ্যাড দ্য এক্সপেরিয়েন্স অব উইটনেসিং দ্য হিমালয়েজ।'
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩