কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোকে আগামী ৪ ডিসেম্বর দেশটির সান্তিয়াগোতে এক অনুষ্ঠানের মাধ্যমে দেহভস্ম সমাহিত করা হবে। এর আগে তার মৃত্যুতে আজ শনিবার নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি।
রাষ্ট্রের নির্বাহীর এক বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং প্রদর্শনী বন্ধ থাকবে, সরকারি ভবনসমূহ ও সামরিক স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
বিবৃতিতে অারও বলা হয়, দেশের বিভিন্ন স্থানের মধ্য দিয়ে চার দিনব্যাপী শবযাত্রা শেষে ক্যাস্ত্রোর দেহভস্ম দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঐতিহাসিক নগরী সান্তিয়াগোতে সমাহিত করা হবে।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২২