কিউবার সমাজতন্ত্রের নায়ক ৯০ বছর বয়সে মারা যাওয়া ফিদেল ক্যাস্ত্রোর প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি (ফিদেল ক্যাস্ত্রো) ‘একটি যুগের প্রতীক’। আজ শনিবার ক্রেমলিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোকে এক টেলিগ্রামে পুতিন বলেন, ‘এই প্রখ্যাত রাষ্ট্রনায়ক যথার্থই আধুনিক বিশ্ব ইতিহাসের একটি যুগের প্রতীক হিসেবে বিবেচিত হন।’
টেলিগ্রামের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন বলেছে, ‘ফিদেল ক্যাস্ত্রো রাশিয়ার একজন অকৃত্রিম ও নির্ভরযোগ্য বন্ধু ছিলেন।’
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২৪