সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর সবচেয়ে বড় জেলাটি বিদ্রোহীদের হাত থেকে নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সরকারি বাহিনী। পুনর্দখলে নেওয়া মাসাকেন হানানো জেলাটি ২০১২ সালে থেকে দখলে নিয়েছিল বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ এমনটাই দাবি জানানো হয়েছে।
জানা যায়, গত ১৫ নভেম্বর পূর্ব আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার নতুন করে এই অভিযান শুরু করেছিল। অভিযানের ফলে এলাকাটিতে প্রায় তিন লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। সেখানে খাদ্য ও ওষুধের সংকটও দেখা দেয়। সরকারি বাহিনীর এই অভিযানে দুই শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার