রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর যুদ্ধভাবাপন্ন তৎপরতা ঠেকাতে প্রস্তুত রাশিয়া। এমনকি রাশিইয়া প্রয়োজনে পরমাণু বোমা ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ান এক সিনেটর।
রাশিয়ার প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির সদস্য সিনেটর ফ্রানজ ক্লিনৎসেভিচ বলেছেন, সম্প্রতি ন্যাটো রুশ সীমান্তের কাছে সদস্য দেশ বাড়ানোর জন্য বেস্ফ তৎপর হয়ে উঠেছে। আর সেই কারণে ন্যাটোকে এই আগ্রাসী আচরণ থেকে রুখতে কঠোর থেকে কঠোরতম জবাব দেয়ার জন্য প্রস্তুত রাশিয়া। যদি প্রয়োজন হয় রাশিয়া পরমাণু অস্ত্রসহ সব ধরণের অস্ত্র ব্যবহার করবে।
তিনি আরও বলেন, "পরমাণু অস্ত্র বলতে রাশিয়ার স্থায়ী ঘাঁটিতে মজুদ পরমাণু অস্ত্রসহ সাগর এবং বিমান পথে চলমান পরমাণু অস্ত্রকে বুঝিয়েছি"।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেশকোভ অবশ্য তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, "সিনেটরের ভূমিকা কি সে কথা সবাই বুঝতে পেরেছেন। তবে তাকে তড়িঘড়ি কঠোর কোনও সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ করছি"।
এ ছাড়া, রুশ সংবিধান অনুযায়ী বিদেশনীতি নির্ধারণের বিষয়টি কেবলমাত্র রাশিয়ার প্রেসিডেন্টের ওপর ন্যস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন পেশকোভ।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১২